শেয়ার করুন বন্ধুর সাথে
Rt

Call

খর পানি ব্যবহারে সুবিধা ও অসুবিধা দুই-ই আছে। সুবিধা:- ১। খর পানিতে দ্রবীভূত লবণগুলো দেহ গঠনের উপাদান বলে খর পানি স্বাস্থ্যের পক্ষে উপকারী। ২। হাড় ও দাঁত গঠনের অন্যতম উপাদান ক্যালসিয়াম লবণ হওয়ায় খর পানি শিশুদের হাড় ও দাঁত গঠনের সহায়ক। ৩। খর পানি অনেক সময় চর্মরোগ, বাত রোগ, বদহজম, প্রভৃতি রোগের ঔষধ রূপে কাজ করে। অসুবিধা:- ১। খর পানি ব্যবহারে সাবানের অপচয় ঘটে। ২। খর পানি ব্যবহার করলে কল কারখানার বয়লারে, মোটর গাড়ির শীতক প্রকোষ্টে ও কেটলির তলায় অদ্রবণীয় ও তাপ অপরিবাহী ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম লবণের আবরণ পড়ে। বয়লারের গায়ে অদ্রবণীয় লবণের স্তর পড়ায় বয়লারের তাপ পরিবাহিত। কমে যায় ফলে জ্বালানির অপচয় ঘটে। বয়লার কেটলিতে বা পানের পাইপে স্তর পড়ার কারণে পাইপের ব্যাসার্ধ কমে যায়। এমনকি পাইপ বন্ধও হয়ে যেতে পারে। ৩। কাপড় বা সুতাকে রং করার সময় খর পানি ব্যবহার করলে পানের দ্রবীভূত লবণ বস্ত্রের রং এর সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় পদার্থ সৃষ্টি করে এবং রং এর অপচয় ঘটে। উপরোক্ত বর্ণনাগুলো বিবেচনা করে বলা যায় যে, খর পানির সুবিধা। ও অসুবিধা দুই-ই আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ