শেয়ার করুন বন্ধুর সাথে

শপিং মলের পাশাপাশি দেশি ই-কমার্স সাইটগুলোও নতুন সাজে সেজেছে। হাট বাজার, একুশে, http://www.chorka.com,' চরকা, http://www.muktobazaar.com,' >মুক্তবাজার, http://www.a2zgift.com' >এটুজেড, এবং ই-গ্রিটিংস বিডি সহ প্রায় অর্ধশত ই-কমার্স সাইটে বসেছে নতুন পণ্যের পসরা। এসব সাইটে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের খেলনা, আইসক্রিম, চকোলেট, টেডিবিয়ার, বই, গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটার, বিভিন্ন ধরনের খাবার, ফুল, ঈদ কার্ড, হস্তশিল্প এবং মাছ-মাংস থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্য রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ