শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

অনেকেই জানেন এই মাসটা হলো নো শেভ নভেম্বর। এই মুভমেন্টকে অনেকে আখ্যায়িত করেন মভেম্বর হিসেবে ; ‘মুসট্যাস’ আর ‘নভেম্বর’ মিলিয়ে মভেম্বর। গোঁফের ইংরেজি মশটাস (moustache)-এর ম, আর নভেম্বরের ভেম্বর মিলিয়ে এই মাসটাকেই এখন অনেকে ডাকেন মভেম্বর বলে। মূলত পুরুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে নভেম্বর জুড়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। চার বছর ধরে পালিত হয়ে আসছে মভেম্বর। এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য প্রোস্টেট ক্যান্সার চিকিত্সার তহবিল সংগ্রহ। বিশ্বব্যাপি পুরো নভেম্বর মাস জুড়েই সচেতনভাবে গোঁফ রাখার অভ্যাস তৈরি করছেন তাঁরা। আর এটাকেই বলা হচ্ছে মভেম্বর মুভমেন্ট। মভেম্বর মুভমেন্টর শুরুটা হয়েছিল ২০০৩ সালের নভেম্বর মাসেই। ঘটনাটি এরকম, অস্ট্রেলিয়ার একটি পাবে বসে সমসাময়িক ফ্যাশন নিয়ে কথা বলছিলেন দুই বন্ধু ট্রেভিস গারোনে আর লুক স্ল্যাটারি। হঠাৎই একজন মজা করে বলে বসেছিলেন গোঁফটাকেও ফ্যাশন হিসেবে ফিরিয়ে আনার কথা। সূত্রপাতটা এভাবেই। এই মভেম্বর মুভমেন্ট’র শুরুটা হাসি-ঠাট্টাচ্ছলে হলেও এখন এটা শুধুই মজার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই তৎপরতার একজন অন্যতম প্রতিষ্ঠাতা যেমনটা বলেছেন, ‘পুরুষদের স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির পরিবর্তন করাই মভেম্বরের লক্ষ্য।’ ২০০৪ সালে গ্রারোনে আর স্ল্যাটারি প্রতিষ্ঠা করেছেন মভেম্বর ফাউন্ডেশন। অলাভজনক এই প্রতিষ্ঠানটি প্রোস্টেট ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার ও বিষণতা বিষয়ে বিশেষভাবে পুরুষদের মধ্যেই সচেতনতা তৈরির জন্য অর্থ সংগ্রহ ও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। বিশ্বব্যাপী সবসময় ক্লিন শেভড থাকেন এমন মানুষও এই মাসে দাড়ি রাখছেন এবং কিছু টাকা দান করছেন পুরুষের ক্যান্সারের গবেষণায়। আপনি হয়ত ফেসবুকে দেখে থাকবেন যে অনেক ছেলেরা হঠাৎ তাদের ফেসবুক প্রোফাইলে “মভেম্বর (Movember)” লেখা একটা মোচের ছবি আপলোড করে দিয়েছেন।

তথ্য সংগ্রহঃ  ইন্টারনেট. 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ