সহজ ভাষায় বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোন কিছুর উপর ডিজাইন করা। য়া মানুষকে মনরঞ্জন করার জন্য করা হয়ে থাকে। যেমন একটি দোকান থেকে আপনি একটি চিপস কিনলেন, চিপসের উপরে যে পিকচার কিংবা লেখা থাকে সেটাই গ্রাফিক্স ডিজাইন এর কাজ। তাছাড়া বাজার টাউন কিংবা শহরে অনেক ছোট বড় বিজ্ঞাপনের জন্য এড ঝুলিয়ে দেওয়া হয় তা মুলত গ্রাফিক্সের কাজ। আর এগুলি করা হয়ে থাকে একটি সফটওয়ারের মাধ্যমে। গ্রাফিক্স দিয়ে আর অনে কিছু করা হয়ে থাকে আশা করি তা একন বোজতে পারবেন।

প্রথম অবস্থায় একজন গ্রাফিক্সরের বেতন মাসে ১০০০০-১৫০০০ হাজার টাকা হতে পারে।

কিন্তু একজন ভালোমানের গ্রাফিক্সসরের মাসে ৯০০০০-১০০০০০ তারও উপরে হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইন্টারভিত্তিক আউটসোর্সিং এর অন্যতম পেশা ও কাজ।আর কোন কিছু বিষয়ের ডিজাইন সমপর্কিত কাজ করা।গ্রাফিক্স ডিজাইন কাজের দক্ষতা অনুযায়ী প্রথমমতে পাঁচ থেকে মাসে বিশ হাজার টাকা আয় করতে পারবেন।আর একজন উচ্চ মানের দক্ষতা অনুযায়ী মাসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ