শেয়ার করুন বন্ধুর সাথে

ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ।প্রথমে জেনে নেয়া যাক গুণণীয়ক ও গুণিতক কি । গুণণীয়ক হলো একটি সংখ্যার উত্‍পাদকগুলো অর্থ্যাত্‍ ঐ সংখ্যাকে ভাঙলে বা উত্‍পাদকে বিশ্লেষণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের সকলকে ঐ সংখ্যার গুণণীয়ক বলো ।যেমন ৮ এর গুণণীয়কগুলো 1,2,4,8 কারণ ৮কে বিশ্লেষণ করলে এসব সংখ্যা পাওয়া যায় । এবার আসি গুণীতক এ একটি সংখ্যা যা দ্বারা যেসব সংখ্যা নিঃশেষে বিভাজ্য তাদের কে ঐ সংখ্যার গুণীতক বলে ।সাধারণত আমরা গুণিতক কে নামতা হিসেবে প্রকাশ করে থাকি ।যেমন ৮ এর গুণিতক হবে 8,16,24,32,40......... এখানে মনে রাখার প্রয়োজন যে একটি সংখ্যার গুণণীয়কের সংখ্যা নির্দিষ্ট কিন্তু গুণীতক অসংখ্য । এইতো এসব তথ্য হতে এখন আপনি নিজেই পার্থক্যগুলো বের করে নিতে পারবেন ।আশা করি উত্তরটা পেয়েছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ