শেয়ার করুন বন্ধুর সাথে

কাবা শরীফ পশ্চিম দিকে থাকলে কেবল হবে পশ্চিম দিকে । কেননা কেবলা ধরা হয় সেই দিককে যে দিকে কাবা শরীফ অবস্থিত । তাই কাবা শরীফ যদি পশ্চিম দিকে হলে কেবলা-ও হবে পশ্চিম দিক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mohoshin

Call

কাবা শরীফের পশ্চিম দিকে থাকলে আপনার কেবলা হবে পূর্ব দিকে। কারন আপনি যেহেতু কেবলার বিপরিত দিকেই আছেন তাই কেবলা হবে পূর্ব দিকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call
আপনি যদি মসজিদুল হারামে থাকেন,তাহলে আপনার 
অবস্থান দেখবেন।আপনি যে পার্শ্বে থাকবেন,তার বিপরীত 
সামনা হবে আপনার ক্বিবলা।এতে আপনি যে কোণেই থাকুন।
যেমন আপনি পুর্বে দাঁড়ানো থাকলে পশ্চিম হবে আপনার 
ক্বিবলা,আর পশ্চিমে থাকলে পুর্ব। ক্বিবলা।
তবে আপনি যদি এমন জায়গারর অধিবাসী হন যেখান 
থেকে সরাসরি কাবা দেখা যায়না। তবে আপনি জেহতে ক্বিবলা
করতে হবে।এজন্যই উপরের স্টেপ অনুসরণীয়। অর্থ্যাত 
পুবে থাকলে পশ্চিম, উত্তরে থাকলে দক্কিণ,এভাবে।
এজন্য আপনি কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতে পারেন।
যদি কম্পাস না থাকে তাহলে একটি ছোট পাত্রে কিছু পানি রেখে
একটি পাতলা ছোট কঞ্চি রাখুন।মনে রাখবেন,কঞ্চিটি উত্তর
দক্ষিণ হবে।আপনি সেথায় থেকে দিক নির্ণয় করে উপরের
স্টেপনুযায়ী আপনার ক্বিবলা ঠিক করুন।
বি.দ্র. আপনার পুরো কথা বোধগম্য হচ্ছেনা,তাই বৃহত স্বার্থে 
পুরো মাসআলা বললাম।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ