এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হল সাহস। সাহস থাকলে দেখবেন, অর্ধেক কাজ সমাধা হয়ে গেছে। ধীরস্থিরভাবে শুরু করুন, তাড়াহুড়ো করবেন না। শব্দ ও বাক্য প্রয়োগের ক্ষেত্রে সংযত থাকুন। আরো বিভিন্ন কৌশল জানতে পড়তে পারেন- মাওলানা যাইনুল আবিদীন সাহেবের 'বক্তৃতার ক্লাস' বইটি। আর যেহেতু আপনি জুমুআহ পড়াবেন, তাহলে নিশ্চয়ই আপনি আলেম। আর এমতাবস্থায় কুরআন হাদিস ভিত্তিক বয়ান করা খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তবে আপনি 'বিষয়ভিত্তিক কুরআন ও হাদীস' বই থেকে আয়াত হাদিস নিতে পারেন। আর মাওলানা হেমায়েত উদ্দীন সাহেবের 'বয়ান ও খুতবা' বই থাকলে আর কিছু লাগবে বলে মনে হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ