ডিপ্লোমা ইন ইনজিনিয়ারিং নাকি প্যারামেডিকেল..?

উত্তরের পক্ষে যুক্তি দেখিয়ে প্লিজ কেউ সাহায্য

করুন।

শুধু পয়েন্ট এর জন্য উত্তর দিবেন না এটা

আমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ন প্রশ্ন। প্লিজ হেল্প 


শেয়ার করুন বন্ধুর সাথে

আমার মতে প্যারামেডিকেল ভাল হবে। সবাই অনার্স,ডিপ্লোমা, এমবিবিএস নিয়ে ব্যস্ত থাকে। ব্যতিক্রম ধর্মী পেশা প্যারামেডিল ভাল হবে। বাংলাদেশে এর চাকরির বাজারটা যথেষ্ট ভাল এবং সম্ভবনা ময়। প্রত্যক জেলা -উপজেলায় হাসপাতালে,বেসরকারি ক্লিনিক ইত্যাদি যথেষ্ট চাহিদা আছে। দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে,বেসরকারি হাসপাতাল আছে সেখানে মেডিকেল টেকনোলজি বা প্যারামেডিলের লোকবলের খুব অভাব। বিশ্ব ব্যাংকের জরিপ অনুযারি একজন গ্রাজুয়েট ডাক্টরের ৫-৬ জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার,সে হিসাবে বাংলাদেশে এখনই দু লক্ষ টেকনোলজিস্ট প্রয়োজন। তাই চাহিদার কমতি নেই। বেতনও খারাপ না,প্রথম থেকেই ১৫-১৮ হাজার পাওয়া। বিবেচনায় রাখবেন বিষয়টা। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ