শেয়ার করুন বন্ধুর সাথে

যেসব সমযোজী যৌগের অণুতে পরমাণুগুলোর মধ্যে তড়িৎ ঋনাত্নকতার পার্থক্য থাকে তখন একটি পরমাণু তাদের মধ্যকার ইলেকট্রন জোড় নিজের দিকে আকর্ষন করে এবং ডাইপোল অণুর সৃষ্টি করে এইভাবে সৃষ্ট একটি অণুর ঋনাত্নক মেরু অপর অণুর ধনাত্নক মেরুকে আর্কষণ করে একত্রিত হয়। এইভাবে একাধিক অণু একত্রিত হয়ে একটি বৃহৎ আকারের পলিমার অণু গঠন করে।দুইটি অণুর মধ্যে হাইড্রোজেন একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে তখন এই বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ