শেয়ার করুন বন্ধুর সাথে

বস্তুর নিউট্রন ১৪ হলে ভরসংখ্যা 28

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এককভাবে নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা  দিয়ে ভর সংখ্যা পাওয়া যায় না ।বস্তুর ভর সংখ্যা হল প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি ।নিউট্রন  সংখ্যা 14 হলে ভর সংখ্যা 28 বা 27 কিংবা 26 হতে পারে কিন্তু কখনও  29 বা 30  হবে না কারণ  বস্তুর  কেন্দ্রে প্রোটন ও নিউট্রন সমান সংখ্যক থাকে অথবা প্রোটনের চেয়ে নিউট্রন বেশি থাকে কিন্তু নিউট্রন কখনও প্রোটনের চেয়ে কম থাকেনা ।  অতএব নিউট্রন সংখ্যা 14 হলে প্রোটন সংখ্যা 14,13 বা 12... হতে পারে । তাই ভর সংখা 14+14=28  ,  14+13=27 , 14+12=26  হতে পারে । 

পর্যায় সারণিতে  অ্যালুমিনিয়াম এবং সিলিকনের  নিউট্রন সংখ্যা 14 । অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং সিলিকনের প্রোটন সংখা 14 । 

অতএব, নিউট্রন সংখ্যা 14 হলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 14+13=27

 এবং নিউট্রন সংখ্যা 14 হলে সিলিকনের ক্ষেত্রে ভর সংখ্যা 14+14=28


 বিঃ দ্রঃ বিস্তারিত জানার জন্য পর্যায় সারণি বিশ্লেষণ করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ