জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বা অন্যান্য প্রাথমিক ভর্তির আবেদন ফরমের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি (কম্পিউটার থেকে তোলা হলেও চলবে), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি । আর হ্যাঁ, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদনের ফর্মে স্বাক্ষর দিয়ে রেজি. কার্ড, মার্কশীট একসাথে স্টাপ্লার দিয়ে আটকিয়ে উক্ত কলেজে জমা দিতে হবে । উক্ত কলেজ আপনাকে ফর্ম এর এক অংশ ফেরত দেবে । সেটা আপনার কাছে রাখতে হবে । আর ২৫০ টাকা লাগবে, ৫ টাকা বেশীও নিতে পারে । আর এগুলো যে কলেজে আবেদন করবেন, সে কলেজই সত্যায়িত করবে ।।। * কিন্তু চূড়ান্ত ভর্তির সময় কলেজের আসল মার্কশীট দিয়ে ভর্তি হতে হবে । আর আপনি উক্ত কলেজে পড়তে পারবেন কিনা সেটা বলা মুশকিল, কারণ আপনার চেয়েও যদি বেশি পয়েন্টের অনেকে আবেদন করে তবে তাদেরই অগ্রাধিকার দেয়া হবে প্রথমে । পয়েন্ট ভিত্তিক ভর্তি হওয়া বিধায়, আপনি ভর্তি হতেও পারেন নাও পারেন, এটা নির্ভর করে আপনার পয়েন্ট ও আপনার দেয়া বিভাগ চয়েস এর উপর ধন্যবাদ । তবে আমি বলছি আপনি পড়তে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App

আবেদন করতে রোল,রেজি নং হলেই চলবে। জমা দিতে হবে এসএসসি রেজি কার্ড, মার্কশীটের ফটো কপি এবং এইচএসসি মার্কশীট (নেট থেকে নিবেন, কলেজে আসে নি) , রেজি কার্ডের ফটো কপি, দুই কপি ছবি, ব্যস শেষ। বাস্তব উদাহারণ দেই গত বছর আমার এক খুব পরিচিত একটা মেয়ে ইডেনে ৯,৯৩ নিয়ে আবেদন করছে, ১ম,২য় কোন মেরিট লিস্টে নামই আসে নি। বুঝে নিন এবার। ও ব্যবসার ছাত্রী ছিল। আপনি যদি আর্টসের হউন তাহলে করতে পারেন। তা না হলে আরও নরমাল কলেজে আবেদন করুন, এই পয়েন্টে ভাল সাবজেক্ট পেয়ে যাবেন আশা করি। সাবজেক্ট টাই আসল, কলেজ না। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App