Junait

Call

যদি JSC পরীক্ষা থাকে তাহলে তো সম্ভব নয় ই।

যদি বোর্ড পরীক্ষা না থাকে তাহলেও ৮ম শ্রেণী না

পড়ে আইন অনুসারে পারবেন না। আর কোনো

প্রতিষ্ঠানই এক ক্লাস নিচের ছাত্রকে উচ্চস্তরে দিবে

না। ফেল করা আর পরীক্ষা না দেওয়া দুটোই এ ক্ষেত্রে

সমান নয়। ফেল করলে প্রতিষ্ঠান কর্তৃকপক্ষ পাস করানোর

ক্ষমতা রাখে যদি বোর্ড পরীক্ষা না হয়। কিন্তু যদি কেউ

৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর একবছর কোনো

প্রতিষ্ঠানে না পড়ে পরের বছর বা পরর্বতীতে  সরারসরি

৯ম শ্রেণীতে ভর্তি হতে চায়, তাহলে ভর্তি হতে পারবে না।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

  • আপনি কোনো বিদ্যালয়ে ৯ম শ্রেনিতে ভর্তি হতে চাইলে ৮ম শ্রেনির জেএসসি/ জে ডিসি ফলাফল কার্ড চাইবে।কারণ এখন every education board জেএসসি/জেডেসি অবশ্যক করেছে । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
না পারবেন না কারণ আপনাকে বোর্ড পরিক্ষা দিতে হবেই।
যদি আপনি ষষ্ঠ শ্রেণীতে পরতেন তাহলে আপনি অষ্টম শ্রেণীতে যেতে পারতেন।  তাও অনিয়মে কিন্তু বোর্ড পরিক্ষা না দিয়ে কোন ভাবেই সম্ভব নয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ