আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম 

একটি চির পরিচিত এবং আত্নার নাম। যদিও উভয় অঞ্চলেরই 

কিছু কৃপণ মস্তিষ্কের মানুষ বিভিন্ন দোহাই দিয়ে তাকে হেয় করে 

স্বাদ পায়। তা যাই হোক।আসলে আমি জানতে চাচ্ছি, ইংল্যান্ড,

 ফ্রান্স, জার্মানি, অ্যামেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও 

অন্যান্য দেশগুলোতে কি কাজী নজরুল ইসলাম পরিচিত? 

নাকি যারা কেবল সাহিত্য চর্চায় আত্ননিয়োগ করে তারাই

 নজরুলের নাম জানে? কাজী নজরুল ইসলাম কি এই

 দুই বাংলা ছাড়া বাইরে কোন ভাসাভাসার নাম? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কাজী নজরুল ইসলাম আমাদের দেশে ও পশ্চিমবঙ্গে বিশেষভাবে পরিচিত কিন্তু ১ম সারির দেশগুলোতে মোটেই ততটা পরিচিত নন । আমরা যেমন জাপানের কোন বিখ্যাত কবির নাম জানি না তেমনি তারাও কাজী নজরুল এর নাম জানে না । আশা করি বুঝতে পেরেছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ