pkRasel

Call

হ্যাঁ কমে, অাপনি ব্যবহার করে দেখতে পারেন।

ডাক্তারগন

ব্রনের জন্য বর্তমান বেশি সাজেস্ট করে

Fona plus gel.

ব্যবহার বিধি, রাতে ঘুমানের আগে

ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করে, আক্রান্ত

স্থানে সামান্য

পরিমাণ করে ব্যবহার করুন।

 image


Talk Doctor Online in Bissoy App
Call

আপনি fona plus gel টা ইয়ুস করুন

আর আপনাকে অন্য কোন ঔষধ খেতে হবে না

fona plus gel আমি নিজেও ইয়ুস করছি অনেক টা চলে

গেছে।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

ব্রণের জন্য কার্যকরী Fona plus Gel.

√ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করে

আক্রান্ত মুখে সামান্য পরিমাণ করে রাতে

ব্যবহার করুন। শুধু রাতে ব্যবহার করবেন।

√সিরাপ ছাফী খাবেন দুই বেলা 2 চামুচ

করে।

image

√সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন।

দৈনিক 8 ঘন্টা  ঘুমাবেন।

√অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না।

√সবুজ শাকসবজি, করলা, মাছ, লালশাক,

পেপে খাবেন।

এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করুন।

√ ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করেবেন

দিন দুইবার

Talk Doctor Online in Bissoy App
Call

ব্রণ সমস্যার সমাধানঃ


১. প্রতিদিন সকালে  সাবান দিয়ে মুখ পরিস্কার করার পর ফুটন্ত গরম পানিতে কিছু তুলসি পাতা ছেঁচে দিয়ে পানির ভাপ মুখে লাগান। ভাপ নেওয়া হয়ে গেলে বরফ গলা ঠান্ডা পানি দিযে মুখ ধুয়ে ফেলুন।


২. কখোন হাত বা অন্য কিছু দিয়ে ব্রণ খুটবেন না।


৩. প্রচুর পরি মানে পানি পান করতে হবে। দিনে অন্তত ৩-৪ লিটার।


৪. মুখের উপর বরফ ঘষুন ১০-১৫ মিনিটের মত। এতে ব্রণ কম বের হবে এবং যদি ব্রণ বেরিয়েও

থাকে, তা কমে যাবে ।


৫. ব্রনের উপর রাত্রে ঘুমানোর আগে সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন। এতে ব্রণ

কমে যাবে। এবং শুকিয়েও যাবে।


আরও পড়ুনঃ দাগহীন উজ্জ্বল ত্বক পেতে করণীয়


৬.ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুনের রস লাগাতে হবে। এতে খুব দ্রুত ব্রণ সেরে যাবে। দাগ ও

অনেক কম হবে ।


৭. কমলা লেবুর খোসা বেটে পেষ্ট তৈরী করে তা মুখে লাগালে ব্রণ কবে যাবে।


৮. ব্রণ উঠলে দেরী না করে দ্রুত তার উপরে মধূ লাগিয়ে নিলে তা আর বাড়ে না।


৯. রাত্রে ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মেখে রাখলে এবং সকালে ধুয়ে ফেলল মুখ ব্রণ মুক্ত থাকে।


১০.পানি এবং ভিনিগারের মিশ্রন তৈরী করে তা গরম করে নিতে হবে; এরপর তা ঠান্ডা হলে মুখে ব্যবহার করে ৫মিনিট পর ধুয়ে ফেলতে হবে।


১১. ব্রণের আকার কমাতে আলু গোল করে কেটে নিয়ে তা ব্রনের উপর ৫ থেকে ৭ মিনিট ঘষলে উপকার পাওয়া যায়।


১২. শশা ছেঁচে (থেতো করে) তাতে সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে তা মুখে লাগান; প্রায় ৩০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। মুখে ব্রণ হবে না; আর থাকলেও তা অনেকাংশে কমে যাবে।


আরও পড়ুনঃ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পরিচর্যার নিয়মাবলী


১৩. ভালো মানের ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার মুখ ভাল করে পরিস্কার/ধোঁয়া উচিত। মুখে সাবান লাগানো থেকে দূরে থাকাই উত্তম।


১৪. প্রচুর ময়লা উৎপন্ন হয় এমন কাজ বা বাইরে থেকে এসে ভাল করে মুখ ধুয়ে ফেললে ব্রণ হওয়া কমানো সম্ভব।


১৫. এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ আমন্ড তেল এক সাথে মিশিয়ে মুখে লাগিয়ে নিয়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। মুখে ব্রণ হলে মুখে দুধ লাগানো থেকে দূরে থাকুন।


১৬. পুদিনা পাতা বেঁটে ব্রণের উপর ২০-২৫ মিনিট লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন; এতে ব্রণের উপদ্রব কমে যাবে।


১৭. নিমপাতা এবং কাঁচা হলুদ বেটে পেষ্ট তৈরী করে তা মুখে লাগালে ব্রণ কমে যায়।


আশাকরি উপরের ১৭টি টিপস আপনার ব্রণ হওয়া ঠেকাতে এবং হয়ে গেলে তা কমাতে সাহায্য করবে। এছাড়া আপনাদের ত্বক সম্পর্কিত যে কোন প্রশ্ন করতে পারেন; আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবার চেষ্টা করবো।image

Talk Doctor Online in Bissoy App

বিস্ময় এই উত্তরটি দেখেন। http://ans.bissoy.com/430487/

Talk Doctor Online in Bissoy App
mdkon

Call

আপনি facid cream 2% w/w ব্যবহার করতে পারেন। যেকোন র্ফামেসিতে পাওয়া যাবে। আর fluplan 250 mg tablat দিনে তিনবার (৭দিন) । আশাকরি এতে বপনার ব্রন একেবারে কমে যাবে

Talk Doctor Online in Bissoy App