হার্ডডিস্কে সমস্যা হলে করনীয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হার্ডডিস্ক সমস্যা বলতে বোঝায়, হার্ডডিস্ক এর ব্যাড সেক্টর বা কম্পিউটার হার্ডডিস্ক পাচ্ছে না। যে যে কারণে এ সমস্যাগুলো হয়: » কানেকশন সমস্যা » বায়োসের সেটিংস » হার্ডডিস্কের সমস্যা » ঘনঘন বিদ্যুৎ চলে গেলে এবং কম্পিউটার যথাযথ বন্ধ করা না হলে । সমাধান: »হার্ডডিস্ক পুরাতন হলে বা ব্যাড সেক্টর পড়লে নতুন হার্ডডিস্ক ব্যবহার করা ছাড়া বিকল্প নেই। » বায়োসের সেটিংস ঠিক আছে কি না দেখুন। ডিফল্ট সেটিংস ব্যবহার করুন। » হার্ডডিস্ক এর সাথে মাদারবোর্ডের সব কানেকশান ঠিক আছে কি না চেক করুন। » সি ড্রাইভের এর Properties থেকে Tools এর Check Now এ গিয়ে দুটি Check Box, OK দিয়ে স্টার্ট এ ক্লিক করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ