Call

এটা নিভর করে যে যেভাবে অভ্যাস করে। আপনি যদি মনে করেন খলি পেটে চা খেলে ভাল বাথরুম হবে তাহলে তাই, আর যদি উল্টোটা ভাবেন তাও সঠিক। উদাহরন স্বরুপ বলা যায় আমি গত বিশ বছর যাবত এই অভ্যাসের দাশ হয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি ও চা না খেয়ে বাথরুমে যেতে পারি না। তাই আপনাকে অনুরোধ দয়া করে এই অভ্যাস না করাই ভাল. আর যদি চা খেলে ভাল হয় তাহলে খেতে পাবেন তবে সাথে অল্প মুড়ি খবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ