আমি আমার pc তে কোন antivirus use করি নি বা এখন ও করি না। আমার পিসি dual-core cpu , 2gb ram, 80gb hard disk. আমার পিসি তে কিছুদিন আগে একজন তার হার্ডডিস্ক নিয়ে এসে windows দিয়াছিল। তার জন্যই কি এমন হচ্ছে। 



Share with your friends
arifvai

Call

Cclenear apps use করেন। আর প্রতি মাসে ১ বার defragment করবেন। এটারও এপ আছে।

Talk Doctor Online in Bissoy App
Call

সম্ভবত আপনার কম্পিউটারের প্রসেসর স্পিড খুবই কম গতিসম্পন্ন। এছাড়া ভালো মানের মডেম এবং ব্রাউজার ছাড়া নেট ব্রাউজ করা বেশ বিরক্তিকর। নেটওয়ার্কের সমস্যাও থাকতে পারে। আপনি নেটওয়ার্কিং সফটওয়্যারগুলো আন ইনস্টল করে নতুন করে আপটুডেট সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

নিম্নোক্ত বিষয় গুলো মেনে চলবেন,

কোনো সমস্যা হবে না আরামে কাজ করতে পারবেন।

(১)  ভালো মানের এন্ট্রিভাইরাস ব্যাবহার করবেন

       তবে যে কোন একটাই ব্যাবহার করুন অনেক গুলো

       করলে পিসিকে স্লো করে দিবে

(২) নিয়মিত পিসি স্কান করুন, কখনও এই ভুলটা করবেন

       না তাহল- কোনো মেমরী কার্ড বা পেনড্রাইভ পিসিতে

        ব্যাবহারের পূর্বে অবশ্যই ভাইরাস চেক করে নিবেন।

(৩) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনষ্টল করবেন না।

(৪) একসাথে দুই বা ততোধিক প্রগ্রাম ব্যাবহার করবেন না

      কারন আপনার RAM কম।

(৫)  একটানা গেমিং হিসাবে পিসিটিকে ব্যাবহার করা যাবে

        না।

(৬)  প্রতি বছরে অন্তত একবার নতুন করে Windows.    

          সেটআপ করবেন তবে বেশি বেশি করে ঘন ঘন

        Windows সেটআপ দেওয়া মাদারবোর্ডের জন্য

        ক্ষতি।

(৭) প্রতিদিন অন্তত ২ বার পিসিটি রান করুন। (recent/

          temp, %temp%) ক্লিয়ার করবেন।

*** এভাবে নিয়মাবলি মেনে কম্পিউটার ব্যাবহার করুন

      তাহলে কোনো সমস্যা হবে  না, আশা করি বুঝেছেন।

Talk Doctor Online in Bissoy App

আপনার পিসিতে #রেভ এন্টিভাইরাস ব্যবহার করুন| আশা করি ভালো ফল পাবেন

Talk Doctor Online in Bissoy App