আপনি ইন্টারনেট থেকে আপনার ফোনের স্টকরম ফাইলটি ডাউনলোড করে কম্পিউটার থেকে ফ্লাশ করে কাস্টম রম থেকে আপনার এন্ডোয়েড ফোনটিকে আবার স্টক রমে ফিরিয়ে আনতে পারবেন। আপনি যদি উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার এন্ড্রোয়েড ফোনটি স্যামসাং (samsung) -এর হলে ওডিন(odin) এর মাধ্যমে অথবা অন্য কোনো কোম্পানির হলে "এস.পি টুল" (SP TOOL) সফটওয়্যার এর মাধ্যমে রম ফ্লাশ করতে পারবেন।আর লিনাক্স - এর ক্ষেত্রে হেইমডল(Heimdall) সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। ফ্লাশ প্রসেস বিস্তারিতভাবে জানার জন্য ইউটিউব ভিডিও দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু আপনি কাস্টম রম থেকে ফিরে আসার কথা বলছেন অতেএব ধরে নিচ্ছি আপনি রম ইন্সটল করতে জানেন।

আর পদ্ধতিটি হলো ঠিক যেভাবে কাস্টমরম ইনস্টল দিয়েছেন ঠিক সেভাবেই।

তফাৎটা হলো আগেরবার যেখানে কাস্টম রম সিলেক্ট করেছিলেন এবার সেখানে শুধু ব্যাকআপকৃত স্টকরমটি সিলেক্ট করে দিবেন।ব্যাকআপ না থাকলে গুগল করে ডাউনলোড করে নিন।প্রয়োজনে দক্ষ কারো সাহায্য নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ