Junait

Call

প্রথমেই ফটোশপ ওপেন করে যে ফটোটি আপনি এডিট

 করতে চাচ্ছেন সেটা ওপেন করুন। 

এখন মেগআপ করার কাজ শুরু করবো আপনাকে আগে থেকে একটা কথা বলে রাখতে চাই তা হল ফটোশপে কালারের কাজ যাকে আপনি মেকআপ বলছেন অনেক ভাবে করা যায় আমি আপনাকে সব থেকে সহজ ভাবে দেখাচ্ছি। যে অংশ টুকু মেগআপ করতে চাচ্ছেন সিলেক্ট করুন। নিচের চিত্রে আমি করেছি দেখুন এবং আপনাকে সিলেক্ট দুটি টুলস মার্ক করে দিছি, যে কোন একটার সাহায্য সিলেক্ট করুন।

সিলেক্ট করার পরে আপনি কি-বোর্ড  থেকে Ctrl + U একসাথে চাপুন দেখবেনন নিচের মত একটা চার্ট আসবে, ওখান থেকে তিনটি টুলস কম বেশি করুন দেখবেন চেন্জ হচ্ছে, আপনি নতুন তাই একবারেই এক্সপার্ট হতে পারবেন না। 

 টুলস গুলোর কাজ শেষ হলে কি-বোর্ড থেকে Ctrl + B চাপুন দেখবেন আগের মত আরেকটা চার্ট আসছে, এখান থেকেও টুলস গুলো বাড়িয়ে কমিয়ে মেগআপ এর পরিমান নিধার্রন করুন

করা হয়ে গেল এখন ফিনিশিং দিতে হবে। Burn টুলস ব্যাবহার করতে হবে। টুলসটির অবস্থান আপনাকে নিচের চিত্রে মার্ক করে দেওয়া হলো, 

ওখানে ক্লিক করলেই টুলসটি একটি বৃত্তাকারে আসবে,  মাউস দিয়ে বৃত্তটির অবস্থান ও প্রয়োজন অনুসারে ছোট বড় করতে পারবেন। বৃত্তটি সেই জায়গাতে রাখুন যেখানে আপনি ফর্সা/কালার/মেকআপ বাড়াতে চাচ্ছেন। এভাবেই আপনি মেকআপ করতে পারবেন যে কোন ছবিতে। অনুশীলন করতে করতে আপনি ও এই পদ্ধতিতে এক্সপার্টদের মতো কালার/মেকআপ করতে পারবেন ছবি তে। ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ