আমার এক বন্ধু নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারে আবার অদৃশ্যও করে রাখতে পারে কিভাবে করতে হয়, বিস্তারিত বললে ভালো হয়। আমার বন্ধু বলে শেখার জন্য ১০০ টাকা লাগবে, প্লিজ কেউ জানলে শেয়ার করুন
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
১০০ টাকা খরচ করা লাগবে না। বিস্ময়ের মাধ্যমে
আপনিও শিখে নিন নিয়মটা। 
প্রথমে ডেক্সটপে যে কোন একটা ফোল্ডার তৈরি করুন,
ফোল্ডারটির ডানমাউস ক্লিক করে রিনেম অপশনে
যান।
image
rename লেখার জন্য অপশন আসার পরে হলো আসল
কাজ, আপনি কি-বোর্ড থেকে Alt চেপে ধরে রেখে
0160 কোডটি টাইপ করুন, কোডটি টাইপ করলে উঠবে
না কিন্তু তাও নির্ভুল ভাবে Alt চেপে টাইপ করতে হবে,
টাইপ শেষে Alt ছেড়ে দিন, Enter প্রেস করুন। 
দেখবেন যে নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে গেছে, 
নিচের মত
image
এখন আইকন টি রিমুভ করার জন্য, আইকনটির উপর
ডান মাউস রেখে Properties এ ক্লিক করুন
image
ক্লিক করার পরে নিচের মত আসবে, ওখান থেকে
Customize এ ক্লিক করুন
image
দেখবেন অনেক গুলো আইকন আসবে ,ওখান
থেকে ফাকা একটি আইকন সিলেক্ট করুন,
নিচে দেখুন
image
নাম ছাড়াই অদৃশ্য ফোল্ডার তৈরি হয়ে গেল।
এখন দেখুন ফোল্ডারটি খুজে পাবেন কিভাবে, 
যে খানে ফোল্ডারটি ছিল অনুমান করে ডানমাউস
চেপে ডান বাম করে ফোল্ডারটি খোজার চেষ্টা করুন,
দেখবেন নিচের মত আসবে, ফোল্ডারটি পেয়ে যাবেন
image
এভাবে আপনি যে কোনো জায়গায় এই নিয়মে
নাম/আইকন ছাড়া অদৃশ্য ফোল্ডার বানাতে পারবেন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ