আমার ট্রান্সপেরেন্ট 32 জিবি পেন ড্রাইভ আছে,যেটা আমি অনেক দিন ধরেই ব্যাবহার করে আসছি।এ পর্যন্ত কোন সমস্যা দেখা দেয় নি।কিন্তু আজ বুট করলাম এবং কাজ শেষে পেন ড্রাইভ ফরমেট দিয়ে দেখি 32 জিবি পেনড্রাইভ 2 জিবিরও কম হয়ে গেছে।এমন অবস্থায় অভিঙ্গ জনের কাছ থেকে সহায্য চাই?প্লিজ বলবেন,এর কোন সমাধান আছে কি না?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পেনড্রাইভ বা মেমরী নষ্ট হলে কিছু উপায়ে ঠিক

করা যায়, তবে মেমরীর ক্যাপাসিটি তে যদি কম

দেখায় তাহলে ঐ মেমরী/পেনড্রাইভ  ঠিক করা যায়

না।

আশা করি বুজেছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ