image

(১) একটি ওয়েব সাইটের ১ বছ মেয়াদী ডোমেন / হোষ্টিং  কিনলে ,

 মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই আমি যদি অন্য খান থেকে ডোমেন বা হোষ্টিং ক্রয় করে 

আগের সাইটটির সব ডাটা রাখতে চাই কোন প্রকার পরিবর্তন ছাড়া শুধুমাত্র -ডোমেন/ হোষ্টিং ব্যতিত । 

এমন কোন ব্যবস্থা আছে কি? থাকলে বিস্তারিত যানতে চাই...।


(২) যদি হোষ্টিং  এর মেয়াদ ৫ বছর এবং ডোমেন নেই ১ বছর, 

ডোমেন এর মেয়াদ শেষ হওয়ার কিছুদিন পর যদি আগের ডোমেনটাই নেই , 

ডোমেন টা নেওয়ার পর  আগের হোষ্ট কি কাজ করবে ? করলে কিভাবে করতে হবে বিস্তারিত যানতে চাই...।


Share with your friends
Call

আপনি প্রয়োজন মনে করলে ডোমেইন এবং হোষ্টিং নতুন প্রোভাইডারের কাছে যে কোন টাইমে ট্রান্সফার করে নিতে পারবেন ।  সব কন্টেন্ট ঠিক থাকবে , তবে মেয়াদ শেষ হবার অন্তত ৫-১০ দিন আগে ট্রান্সফার করে নিবেন ।

হোষ্টিং এর মেয়াদ শেষ না হলে , প্রোভাইডার হোষ্টিং টারমিনেট করে না , কাজেই ডোমেইন পরবর্তিতে কিনলে আগের হোস্টিং ইউজ করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App