আমার বিসা কার্ড আছে আমি Google এ credit card account খুলতে চাই আমি চেষ্টা করেছি কিনতো পারছি না কেউ কি জানেন জানলে স্কিনসর্ট সহ পাঠান
Share with your friends
RIZUKHAN

Call

 আমাদের দেশে ক্রেডিট কার্ড একটি কৌতুহলী

আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এটা অনেকের কাছে

রহস্যময় বলে মনে হয় যারা ভালোভাবে বুঝতে পারেনা

এটা কি এবং এটি ঠিক কি কাজ করে। এটা ঠিক কাগজী

মূদ্রার বিকল্প ব্যাবসা। আকৃতিগতভাবে ক্রেডিট কার্ড

হলোগ্রাম ও নিরাপত্তা চিহ্ন সম্বলিত একটি

প্লাষ্টিকের শক্ত আবরণের টুকরা। এর পেছনে একটি

চৌম্বক ফিতার দাড়ও আছে। কার্ড ধারীর বিস্তারিত

তথ্যসহ ফিতাটিতে বৈদ্যুতিক ডাটা সংরক্ষিত থাকে।

কার্ডটি চতুর্ভুজাকৃতি, দেখতে কিছুটা ফোন কার্ডের

মত। এটি প্লাষ্টিকের তথ্যমূলক ছোট টুকরা, এজন্য

এটিকে আপনি জনপ্রিয় প্লাষ্টিক মূদ্রাও বলতে পারেন।

ক্রেডিট কার্ডের সাহায্যে লেনদেন কিছুটা প্রচলিত

লেনদেনের মত। ব্যাংক মক্কেলের নামে একটি কার্ড

প্রদান করে যা তাকে মালামাল ও সেবার মূল্য সীমিত

শর্তের মাধ্যমে পরিশোধ সমর্থ করে।

কার্ড দুই ধরনের হয়ে থাকেঃ

১, ক্রেডিট কার্ড এবং

২,ডেবিট কার্ড।

ক্রেডিট কার্ড দিয়ে যে কেই নির্দিষ্ট ব্যবসায়ীর

দোকান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারে। জিনিসের

মূল্য মাসের শেষে সম্পৃক্ত ব্যাংকের প্রজ্ঞাপন

অনুযায়ী পরিশোধ করতে পারবে। অন্যদিকে ডেবিট

কার্ড হল মূল্য পরিশোধের একটি পদ্ধতি। অটোমেটিক

টেলার মেশিনে এটিকে স্তাপন করতে হয়, এজন্য ডেবিট

কার্ডকে বৈদুতিক টাকার থলি বলা হয়। ডেবিট কার্ডের

জন্য ব্যাংকে একটি একাউন্ট থাকতে হয়, কিন' ক্রেডিট

কার্ডের জন্য এ ধরনের শর্তের প্রয়োজন হয় না। ডেবিট

অথবা ক্রেডিট কার্ডের অনেক ভাল সুবিধা রয়েছে।

এটি ঝুকিমুক্ত এবং বাধামুক্ত। একটি ক্রেডিট কার্ডে

প্রচুর টাকা ধারণ করার গুন রযেছে। এমনকি একটি

ক্রেডিট কার্ড নগদ টাকা বহনের ঝুকি থেকে রৰা করে।

Talk Doctor Online in Bissoy App
kanon

Call

বিভিন্ন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড দেয়। যেমন : ডাচ বাংলা ব্যাংক থেকে, স্টেডার্ড ব্যাংক থেকে সেই ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করে আপনার সকল ধরনের প্রয়োজনীয় জিনিসের কপি। যেমন:ছবি, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি দিয়ে সেই ব্যাংকে আবেদন করলে তারা কিছুদিন পর আপনার দেওয়া তথ্য যাচাই করে আপনাকে ক্রেডিট কার্ড দিবে

Talk Doctor Online in Bissoy App