বীর্য যদি যৌনির মুখে লাগে তাতে   pregnant হওয়ার সম্ভবনা নাই।

পুরুষের বীর্য শুক্রাণু বাহিরের জীবনকাল তার পারিপাশ্বিক পরিস্থিতি উপর নির্ভর করে।

তবে বাহিরের জিবনকাল ৫ দিন পযর্ন্ত জীবিত থাকতে পারনে,এমন কি তার চেয়ে বেশি থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

পুরুষের বীর্যস্থলনের পর শুক্রানুর জীবনকাল তার

 পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে। নারীর

 যৌনাঙ্গে স্খলনের পর শুক্রানু প্রায় পাঁচ দিন এমনকি

 তারও বেশি সময় জীবন্ত থাকতে পারে। যতদিন 

পর্যন্ত শুক্রানু জীবিত থাকবে ততদিন পর্যন্ত ডিম্বানুর

 সাথে নিষেকের সম্ভাবনা থাকে। (মনে রাখবেন 

গর্ভধারনের জন্য সাথে সাথে ওভুলেশান জরুরী নয়। 

তাই যদি সন্তান না নিতে চান তাহলে জন্মনিরোধক 

ব্যবহার করা জরুরী।) আর বীর্য যোনীর বাহিরে 

স্থলন করা হলে তা মাত্র কয়েক মিনিট থেকে সর্বোচ্চ 

কয়েক ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। 

*********************************************

বীর্য যদি যৌনির মুখে পড়ে কিন্তু ভিতরে না যায়

তাহলে গর্ভবতী হবে না। এক কথায় ডিম্বানুর সাথে

মিলত না হলে গর্ভবতী হবে না। আর শুধু মাত্র

যৌনির মুখে বীর্য পড়লো কিন্তু ডিম্বানু তে গেল

না এতে ও গর্ভবতী হবে না।

বিস্ময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ