SabujBiswaa

Call
আপনি নাম পুরাই পরিবর্তন করতে চান?? নাকি নাম রেখে নামের আগে পিছে কিছু যোগ করতে চান? সাধারনত fb নাম পরিবর্তন করলে কোন সমস্যা হওয়ার কথা না। কিন্তু নাম পুরোটাই পরিবর্তন করলে  fb photo id চাইবে  verify করার জন্য সেক্ষেত্রে আপনার নামে nid,passport বা এই ধরনের photo id দিতে না পরলে আপনার fb id তে সমস্যা হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন প্রবলেম হবেনা তবে তিনবার নাম চেন্জ হয়ে গেলে শেষে নাম চেন্জ করতে অনেক জামেলা করতে হয় যেমন আইডি কার্ড ইতা শো করা লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

আপনি আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে পারবেন। কোন সমস্যা হবে না। আমি নিজে চেন্জ করেছি। আমার কোন সমস্যা হয় নাই। তবে ফেইক নামে আইডি না চালানোই ভালো। আপনি আপনার ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম ব্যবহার করুন। এটাই সবচেয়ে ভাল হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

২-৩ বার নাম পরিবর্তন করলে কোন সমস্যা হবে না। তবে অনেক বেশি নাম পরিবর্তন করলে একটা সময় ফেসবুক আর আপনাকে আর নাম পরিবর্তন করতে দিবে না তাই একাধিক বার নাম পরিবর্তন না করাই ভালো। এছাড়া অনেক বেশি নাম পরিবর্তন করলে আপনার একাউন্ট টি নাম বেরিফাই হয়ে যেতে পারে, তখন একাউন্ট ঠিক করতে হলে আপনার আইডি কার্ড আপলোড করতে হবে তখন যদি আপনার ফেসবুক একাউন্ট এর নামের সাথে আইডি কার্ডের নাম না মিলে আপনার ফেসবুক আর ফিরে পাবেন না। তাই ফেইক নাম ব্যবহার না করে রিয়েল নাম ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ