শেয়ার করুন বন্ধুর সাথে

প্রশ্ন টা ভালভাবে করতে পারেন নি। তবু বলি। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হউন তখন সাবজেক্টের জন্য আলাদা পয়েন্ট লাগবে না। আর পাবলিকে অনেক প্রতিষ্ঠানে সাবজেক্ট ভিত্তিক পয়েন্ট ও চাই। যেমন ঢাবি তে ইংরেজী ও আইন বিভাগে ভর্তি হতে চাইলে ইংরেজীতে জিপিএ ৪লাগে। ইংরেজীতে ভাল পয়েন্ট থাকলে পেয়ে যাবেন। েএকেকটা প্রতিষ্ঠানে একেক রকম। তবে আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টে জিপিএ ৩:৫০-৪:০০ থাকলে কোথাও সমস্যা হবার কথা না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ