Unknown

Call

এ বিষয়ে বেশকিছু সায়েন্টিফিক প্রেডিকশন আছে, বিস্তারিত- Predicted dates of Earth's end.


তবে এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সূর্যের Red Giant Conception. এই ধারণা অনুযায়ী আগামী ৫ বিলিয়ন বছরের মধ্যে সূর্যের বর্তমান ডেভেলপিং ধাপ পূর্ণ হয়ে এটি রেড জায়ান্টে পরিণত হবে। তখন হয় এটি পৃথিবীকে সম্পূর্ণ গ্রাস করে নিবে কিংবা ঝলসে দিবে।

তবে রেড জায়ান্টে পরিণত হওয়ার আগেই ১ বিলিয়ন বছরের মধ্যেই সূর্যের তাপ জীবনধারণের শেষ সীমায় পৌঁছে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ