Call

 উবায়দুল্লাহ্ ইবনুূু মূসা (রাঃ) ইবনুূু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি।


১। আল্লাহ্ ছাড়া ইলাহ্ নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল-এ কথার সাক্ষ্য দান।

২। সালাত (নামায/নামাজ) কায়েম করা

৩। যাকাত দেওয়া

৪। হাজ্জ (হজ্জ) করা এবং

৫। রামাদান এর সিয়াম পালন করা।



Talk Doctor Online in Bissoy App
asksumon

Call

সহীহ শুদ্ধভাবে ইসলামিক ৫টি ভিত্তি সম্পর্কে জানা প্রত্যেকটি মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। শুধু তাই নয় ইসলামের সকল মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারনা করা জরুরী। এই সকল বিষয়ে জ্ঞান লাভ করার জন্য ইসলামিক বই পড়ার কোন বিকল্প নেই।

Talk Doctor Online in Bissoy App