সহীহ হাদিসের আলোকে বইটিতে থাকতে হবে ইসলামের ভিত্তি যে পাচটি এই ভিত্তির সকল বিষয় যেন বিস্তারিত থাকে যদি একত্রে ৫টি ভিত্তির এমন কোন বই না থাকে তাহলে যেমন কালেমা,নামায,রোজা,হজ্জ,যাকাত প্রত্যেকটির আলাদা আলাদা pdf বই হলেও চালবে তবে বই গুলা অবশ্য সহীহ হাদিসের আলোকে হতে হবে


Share with your friends
Call

ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়িম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হাজ্জ সম্পাদন করা এবং ৫. রমাযানের সিয়ামব্রত পালন করা। (৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

লিংক  http://www.hadithbd.com/show.php?BookID=12&SectionID=199

Talk Doctor Online in Bissoy App