ইস্টেটাস টি যাতে সবার নজর কাড়ায় এমন ভাবে লিখবেন.....!!!
Share with your friends

ফেসবুকের About নিজের সম্পকে দিলেই ভাল হয়,আপনি কি করেন,কি পছন্দ করেন,এইসব টুকিটাকি ইত্যাদি,আর এমন কোন Personal তথ্য ফেসবুকে দিবেন না,যাতে ভবিষ্যৎ এ আপনার কোন অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার মতে।। আমি একজন ওয়েব ডিজাইনের ফেইসবুকে সব সময় থাকতে পারিনা। আপনার যদি কারো ওয়েব সাইট প্রয়োজন পড়ে তাহলে ইনবক্স করুন।।।। আমি জিবনটিকে তথ্য প্রযুক্তি মাধ্যমে ভিলিয়ে দিতে চাই। নিজে যতটুকু জানি জানাতে চাই আরো অনেক কিছু শিখতে চাই এবং শিখাতে চাই আমি ওয়েবডিজাইন এন্ড এসইও কাজের এর পাশাপাশি বিস্ময় ডট কম এই সাইটে শিখতে আসি। আপনি যদি শিখতে কোন ধরনের প্রশ্ন করতে চান তাহলে ভিজিট করুন এবং যা জানেন তা উত্তর দিন।।।।

Talk Doctor Online in Bissoy App

ভালো ভালো কবিতা যুক্ত করেন।

নিজের সম্পর্কে হায়কোয়ালিটিভাবে ভাব বাড়িয়ে লিখুন।

ভালো ভালো উক্তি যোগ করুন।


যেমন,

ভালবাসা চিরদিন বেচে

থাকে

কখনো গল্প হয়ে,

কখনো সৃতি হয়ে!

কখনো কবিতা হয়ে,

কখনো আবার কারো

চোখের জল হয়ে!! এটাই বাস্তোবতা? ভালবাসায়

সুখের চেয়ে

দুঃখটায় বেশী,

এ জেনেও মানুষ প্রেম করে!

কিসের জন্য! একটু সুখের জন্য!

কিন্তু কই??.. সুখতো বেশী ভাগে মানুষ পায়না।

Talk Doctor Online in Bissoy App

নিচের লিংকে আমার About টা দেখুন।https://mobile.facebook.com/profile.php?v=info&refid=17

Talk Doctor Online in Bissoy App