আমি SSC তে সাইন্স নিয়ে পড়েছি। কিন্তু পরাশোনা কম করার কারণে রেজাল্ট খারাপ হয় (GPA-4.11)। তো, ইন্টারমিডিয়েট-এ ভর্তি হওয়ার সময় বিভাগ পরিবর্তন করে মানবিক নেই। এখন আমি চাচ্ছি ইংরেজি নিয়ে অনার্স পড়তে। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে কি আমাকে বাছাই করতে হবে যে আমি কি নিয়ে অনার্স পড়ব...?? নাকি ওখান থেকেই আমাকে একটা সাব্জেক্ট ধরিয়ে দেবে...?? এবং, ইংরেজিতে অনার্স পড়তে গেলে কি রকম যোগ্যতা থাকা লাগবে....??
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার রেজাল্ট অনুযায়ি আপনাকে সাবজেক্ট দেয়া হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ