অামার samsung glaxy j1 ace রুট করার পর স্লো কাজ করছে...


Share with your friends
Yakub Ali

Call

এই সেট রুট ছাড়াও স্লো চলে, এখানে রুট

করা হয় মুলত সেটেপ পারফর্মেন্স বাড়াতে

কিন্তু রুটে উল্লেখ আছে যে, সেট উল্টো

স্লোও হয়ে যেতে পারে, হয়তো আপনার

বেলায় তাই হয়েছে, দেখুন কাস্টমার কেয়ার

বা দক্ষ কো টেকনিসিয়ান সমাধান দিতে

পারে কিনা!!

Talk Doctor Online in Bissoy App
একসাথে অনেকগুলো এপ চালু রাখলে কিংবা রম (Internal storage) ফাকা না থাকলে ফোন স্লো হয়ে যায়।
আপনি রম ফাকা রাখুন ও ফোনটা একবার রিবুট করুন আশা করি সমস্যাটির সমাধান হবে  । 
Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

কিছু উপায় --

★১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন।

★ ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে মোবাইলের কাজের স্পিডও বাড়বে।

★৩. মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

★৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

★৫. সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

Talk Doctor Online in Bissoy App