গ্যাস্ট্রিকের ঔষধগুলোর কাজ প্রায় এক। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা বেশ আলাদা। তাই একটা থেকে আরেকটায় পরিবর্তন করতে গেলে ডাক্তারের পরামর্শ অনিবার্য। কারন GERD, PUD, Dudenal ulcer এর ক্ষেত্রে আলাদা আলাদা এবং NSAID/ nonsteroed ঔষধের সাথে আলাদা আলাদা ভাবে ব্যাবহৃত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঠিকই বলেছেন এগুলো একই কাজ করে না, ভিন্ন ভিন্ন কাজ করে? কারন পেটে গ্যাসের কারনে করো পাতলা পায়খানা হয়, কারো পায়খানা শক্ত হয়ে যায়, করো আবার পেট ব্যথা করে, কারো গলা জ্বলে। তাই একেক ঔষধ একেক কাজ করে।যেমন:পায়খানা শক্ত হলে দেয়া হয় ওমিপ্রাজল,আর ওমিপ্রাজল শক্ত পায়খানা নরম করতে সাহায্য করে।এমন একেকটা একেক কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ