শেয়ার করুন বন্ধুর সাথে

জিডিপি বা মোট দেশজ উত্‍পাদন । এক বছরে একটি দেশের দেশজ উত্‍পাদন বৃদ্ধির শতকরা হারকে জিডিপি প্রবৃদ্ধি বলে । এই হার আপনি যেকোনো ভাবে বের করতে পারেন । উদাঃ 2015 সালে A দেশের জিডিপি ছিল 1000 টাকা । 2016 সালে তা বেড়ে হলো 1150 টাকা । অর্থাত্‍ জিডিপি মোট বেড়েছে 150 টাকা । এখন I=Prn সূত্র দিয়ে সহজেই জিডিপির প্রবৃদ্ধি হার বের করা যাবে । ধরি I=150.... P=1000... N= 1.... R= ? আমরা জানি , R=I/PN... বা , R=150/1000 X 1...... বা , R=0.15 , , বা , শতকরা জিডিপি প্রবৃদ্ধি =0.15X 100= 15% ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ