নামাজ কখন বা কত সয়ের পর কাজা হয়? সময় বলবেন দয়া করে?

শেয়ার করুন বন্ধুর সাথে

নামা‌জের প্র‌তিটা ওয়া‌ক্তেরই নি‌র্দিষ্ট সময় আ‌ছে। ওই নি‌র্দিষ্ট সময়ের ভেতর কোন ওয়া‌ক্তের নামাজ পড়‌তে না পারলে তা অন্য যে‌কোন সময় আদায় কর‌লে তা কাযা ব‌লে গন্য হ‌বে। অর্থ্যাৎ ওয়া‌ক্তের সম‌য়ের ভেতর ওই ওয়া‌ক্তের নামাজ পড়‌তে না পারাই কাযা। যেমন সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময় তাই এই সম‌য়ের ভেতর ফজ‌রের নামাজ আদায় না কর‌তে পে‌রে সূ‌র্যোদ‌য়ের পর বা অন্য যে‌কোন সময় আদায় করায় কাযা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ