আমি গ্রামার এর দিক দিয়ে ইংরেজী যতটা পারদর্শী,, রিডিং এর দিকে ততটা নয়,, কারণ ইংরেজী বর্ণগুলো একেক সময় একেকভাবে উচ্চারিত হয় যার ফলে, কিছু শব্দ উচ্চারনের ক্ষেত্রে আমি ভুল উচ্চারণটাই করি। যেমন:chrome =(ক্রোম) আমি বলতাম চ্রোম এরকম উচ্চরণের কি কোন রোল ( নিয়ম ) আছে? আর এই সমস্যার সমাধান কি ?
Share with your friends
Unknown

Call

সাধারণ নিয়ম হলো ‘g’ এর পরে ‘e’, ‘i’ অথবা ‘y’ থাকলে ‘soft g’ অর্থাৎ 'জ' উচ্চারিত হবে।

যেমন: general, giant, gymnastics, large, energy, change ইত্যাদি।

আর 'g' এর পর অন্যকোন বর্ণ থাকলে ‘hard g’ অর্থাৎ 'গ' উচ্চারিত হবে।
যেমন: golf, great, grasp, gum, game ইত্যাদি।

কিছু ব্যতিক্রম আছে, সেগুলো চর্চার মাধ্যমে শিখে নিতে হবে।


এছাড়া আরেকটি হিন্ট হচ্ছে, German শব্দ থেকে আসা ইংরেজি শব্দে hard ‘g’, এবং Latin বা French থেকে আসা শব্দে soft ‘g’ উচ্চারণ হবে।
Talk Doctor Online in Bissoy App