: বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?
শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

টক্সোপ্লাজমোসিস রোগটির নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। এটি প্রোটোজোয়া (এককোষী প্রাণী) বাহিত একটি রোগ। পোষা বিড়াল হচ্ছে এই জীবাণুর বাহক এবং মানুষ এই জীবাণুর মধ্যবর্তী বাহক। এ রোগে আক্রান্ত বিড়ালের মলের মাধ্যমে সরাসরি এ রোগটির জীবাণু মানুষের কাছাকাছি আসে এবং সুযোগ বুঝে শরীরে প্রবেশ করে। 

টক্সোপ্লাজমোসিস ছাড়াও বিড়াল থেকে মানুষের আরো যে সব রোগ হতে পারে তা হলো - Ringworm Giardia and Cryptosporidia Salmonella ইত্যাদি |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ