অনলাইনে আয় করার ব্যাপারটি সহজ নয়। এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং কাজ জানতে হবে। বাংলাদেশী সাইট https:// belancer.com থেকে অনলাইনে কাজ করে আপনি আয় করতে পারেন। বিল্যান্সার ডট কমে আপনি ফ্রিল্যান্সিং এর ভিক্তিতে কাজ করতে পারবেন। আর কাজ করতে হলে এখানে আপনাকে একটি একাউন্ট করতে হবে। আপনি ফ্রি একাউন্ট করতে পারবেন। বিল্যান্সার ডট কমে আপনি যেসকল বিষয়ের উপর কাজ করতে পারবেন: ১. Accounting, Legal & Consultancy Support ২. Admin & Customer Support ৩. Design, Printing & Multimedia ৪. eCommerce ৫. Engineer & Architect ৬. Finance & Management ৭. IT & Network ৮. Sales & Marketing ৯. SEO & Data Entry ১০. Web, Mobile & Software Development ১১. Writing & Translation ১২. Others কাজ করার জন্য একটি সফল একাউন্ট করার পর যা করতে হবে: ১. আপনার belancer.com একাউন্টে প্রবেশ করুন। ২. উপরের মেনু থেকে Browse Projects এ ক্লিক করুন। ৩. বামপাশের প্যানেলে Categories এর আন্ডারে সকল বিষয় দেখতে পারবেন। ৪. আপনার আগ্রহের বিষয়ের উপর ক্লিক করুন। ৫. এবার ওই বিষয় সংক্রান্ত সকল কাজ ডানপাশে দেখতে পারবেন। ৬. আপনি যে কাজটি করতে আগ্রহী/ করতে পারবেন, তার উপর ক্লিক করুন। ৭. কাজের বর্ণানা ভাল করে পড়ুন। ৮. এবার কাজে বিড করুন। ৯. আপনার বিডটি জয়ী হলে আপনি কাজ পাবেন। মনে রাখবেন, কোন কাজে বিড করতে হলে আপনার প্রোফাইলটি পরিপূর্ণ করতে হবে। সোর্স বিষ্ময়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

যে যতই বলুক অনলাইনে আয় করা যায় বাস্তবিক অর্থে ব্যাপারটা অতোটা সহজ নয় যতটা আপনি -আমি মনে করছি।অনলাইনে আয় করার জন্য সোজা কথায় আপনাকে কিছু বিষয়ে দক্ষ হতে হবে, শুধু দক্ষ হলেই হবে না বরং সৃজনশীলতা প্রদর্শন করতে হবে।গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট,এসইও ইত্যাদিতে আপনার ভালো জ্ঞান থাকতে হবে।এছাড়াও ব্লগিং সম্পর্কে ভালো ধারনা থাকা চাই।যদি এসকল বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকে এবং যথেষ্ট সময় দিতে পারবেন বলে মনে হয় তবে অনলাইন আয় আপনাকে স্বাগতম জানাচ্ছে।আর যদি এসব নিশ্চিত করতে না পারেন তবে এ সেক্টরটা আপনার জন্য নয়।

যদি ইচ্ছা থাকে তবে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করুন তারপর আপনার সামনে অবারিত সুযোগ খোলা থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ