“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ” —মারিও কুওমো। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ” —ডেল কার্নেগি। “ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ” —ডেল কার্নেগি। “ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ” —পীথাগোরাস। “ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ” —হযরত সোলায়মান (আঃ)। “ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ” —লেলিন। “ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥ ” —জর্জ লিললো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।

-হজরত আলী (রাঃ)

যাহা তুমি দেখাও, তার

চেয়ে বেশি তোমার থাকা উচিত।

যা তুমি জান, তার

তুলনায় কম কথা বলা উচিত।

-উইলিয়াম সেক্সপিয়ার

নদীতে স্রোত আছে, তাই

নদী বেগ বান।

জীবনে দন্দ্ব আছে তাই

জীবন বৈচিত্রময়।

-টমাস মুর

পূর্ণ অর্জন অপেক্ষায়,

পাপ বর্জন করা শ্রেষঠতর।

-হজরত আলী (রাঃ)

ধর্ম নিয়ে যারা কোন্দল

করে, ধর্মের মর্ম তারা জানে না।

-ডঃ মুহাম্মদ শহীদল্লাহ

প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত, যেন আজ জীবনের শেষ দিন।

-সেনেকা

যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।

-সাইরাস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

"তোমরা  আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে উন্নত জাতি উপহার দেব ।"___নেপোলিয়ান বোনাপার্ট 

"সৎ সঙ্গে স্বর্গ বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ ।"___আল্লামা সেখ সাদী (রঃ)

"বই পড়া মানুষের শত্রু কম।"___ চার্লস ল্যাম্ব 

"টাকা পয়সা হীন মানুষ তীরহীন ধনুকের মত।"___টমাস ফুলার 

"ধর্ম  বিহীন বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান বিহীন ধর্ম  অন্ধ ।"___ আলবার্ট আইনস্টাইন 

"কাপুরুষেরা মরার আগে বহুবার মরে , সাহসীরা  একবার মৃত্যুবরণ  করে ।"___ উইলিয়াম  শেক্সপিয়র 

"দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় গুলো ভালো হয় ।"___পন্ডিত  জওহরলাল  নেহেরু 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

✬ বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ)


✬ ‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’

-আইনস্টাইন


✬ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।


✬ মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী । – ওরসন স্কোরার ফাউলার


✬ যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।- জন সার্কল


✬ “প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক”- আব্রাহাম লিংকন।


✬ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

– মাইকেল জর্ডান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ