Call

একটু সময় লাগবে ফল ধরতে। গাছটিকে সার মাটি দিয়ে যত্ন করতে লাগুন।  গাছের গোড়ায় পানি জমতে দিবেন না এবং বড় হবার মতো পযা'প্ত জায়গা ও আলো বাতাস লাগতে দিন।আল্লাহ চাহেতো সব কিছুই স ম্ভব

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কলম ছাড়া যদি বীজ থেকে চারা উৎপাদন করা হয় তাহলে লিচু গাছে ফল ধরতে অন্তত ৭ থেকে ১২ বছর লাগবে।আর যদি কলম থেকে তৈরি করা হয় তাহলে কয়েক বছরের মাথায় ফলের দেখা পাবেন। . . . আর আপনি যেহেতো বীজ থেকে গাছে র চারাটি উৎপাদন করেছেন সেহেতো আপনাকে কয়েকটি বছর ধৈর্য্য ধারণ করতে হবে। ....আল্লাহ চাহেতো অবশ্যই ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ