Call

ইউটিউব এ ডুকে প্রথমে gmail দিয়ে লগ ইন করুন। 

ইউটিউব অ্যাপ থেকে একটা ভিডিও আপলোড করেন, অটোমেটিক চ্যানেল খুলে যাবে।

Google+ একাউন্টে আপনার যে নাম আছে সেটাই হবেই চ্যানেলের নাম।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি আপনার কোন ভিডিও ইউটিউব এ আপলোড করতে চান তবে অবশ্যই আপনার ইউটিউব এ এ্যাকাউন্ট থাকা লাগবে। বাকি রইল আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন? ১. যদি আপনার এ্যাকাউন্ট না থাকে আপনি সরাসরি ইউটিউব এ গিয়ে সাইন আপ অপশন খুজে বের করুন, এটি সাধারনত পেজের উপরের দিকে থাকে। এরপর ধারাবাহিক ভাবে নাম, পাসওয়ার্ড সহ বাকি ইনফরমেশনগুলো পুরন করে সাইনআপ এর কাজ শেষ করুন। ২. আপনার যদি জিমেইল এ এ্যাকাউন্ট থাকে তবে আপনি নতুন করে সাইন আপ করার প্রয়োজন নেই। আপনি আপনার জিমেইল দিয়েও ইউটিউবে লগইন করতে পারবেন। এক্ষেত্রে ইউটিউবে গিয়ে সাইন ইন/লগ ইন এ ক্লিক করলে বাকি কাজ অনায়াসে বুঝতে পারবেন। ৩. ভিডিও আপলোড করতে আপনি লগইন করার পর আপলোড ভিডিও নামের একটি বাটন দেখবেন, যাতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ফাইলটি দেখিয়ে দিতে পারবেন এবং বিভিন্ন ইনফরমেশন যোগ করতে পারবেন। অতপর এটি সেইভ করুন। আপনার ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনি নতুন একটি লিংক দেখতে পারবেন যেটি আপনার ভিডিওর পাশে লেখা থাকে যেমন- http://www.youtube.com/Yp5VyFrTUho এরপর আপনি ইচ্ছে করলে এই ভিডিও লিংকটি কপি করে যেকোন ওয়েব সাইটি অথবা ব্লগে অথবা ফেইসবুকে পেষ্ট করতে পারবেন। আপনার কাজ ওইটুকুই।

Talk Doctor Online in Bissoy App

প্রথমে আপনাকে আপনার গুগল একাউন্টে লগ ইন করতে হবে,পরে ইউ টিউব এ গিয়ে হোম এ যাবেন, সেখানে আপলোড ভিডিও নামের অপশনে গিয়ে আপনার ভিডিও সিলেক্ট করে তার নাম, কিছু ট্যাগ ইত্যাদি দিয়ে ভিডিও আপলোড করলেই হবে!

Talk Doctor Online in Bissoy App