University এর Exam কোন কোন subject এর উপর ভিত্তি করে আসে সবাইবলবেন দয়া করে। আমি HSC Exam দিয়েছি cience নিয়ে এখন আমার পক্ষে পারিবারিক দিক থেকেকচিং করা অসম্ভব। তাই আমি কোন কোন বই অনুশীলন করলে ভর্তী পরীক্ষায় উর্তীন হতে পারি ছোট ভাই মনে করে তা বলবেন।
Share with your friends

ইউনির্ভাসিটি এক্সামে বাংলা+ইংরেজী+সাধারণ ঙ্গান থেকে প্রশ্ন আসে । আপনি লাইব্রেরী থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড নিয়ে পড়লে সব বিষয় বা ইউনিট সম্পর্কে ধারনা চলে আসবে । তাছাড়া কোচিং হল গাইড লাইন, ঠিকবেন তো আপনি কোচিং নয় । বাসায় ভাল করে প্রিপারেশন নিলে চান্স পাওয়া সম্ভব ।

Talk Doctor Online in Bissoy App