ইমাম বিতির নামাজে ২য় রাকাতে বসে তাসাহুদ পড়ে ও ৩য় রাকাতে উল্টা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ে। এটা জায়েজ কিনা?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ এটা সম্পূর্ণ জায়েজ, আমার এখানকার হুজুর থেকে জেনেই আপনাকে উত্তর দিলাম। এই নিয়মটা সহীহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিতর শব্দের অর্থ = বেজোড়। আর বেজোড় সংখ্যা হলো ১, ৩, ৫, ইত্যাদি।

আলী (রাঃ) থেকে বর্ণীত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সাঃ) বিতর সালাত পড়েছেন এবং বলেছেন- “হে কুরআনের অনুসারীগণ তোমরা বিতর সালাত আদায় কর। কেননা আল্লাহ্‌ বিতর (একক), তিনি বিতর সালাত পছন্দ করেন। (আবু দাউদ, বিতর সালাত অধ্যায়, হাদিস নং- ১৪১৬)

রাসুলুল্লাহ (সাঃ) বিতর সালাত হিসেবে ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, ৭ রাকাত, এমনকি ৯ রাকাতও পড়েছেন।

১ রাকাত পড়লে ঐ রাকাতেই দুআ কুনুত পড়তে হবে। ৩রাকাত একসাথে পড়লে ২য় রাকাতে বসা যাবে না। আর ২রাকাত ও ১রাকাত ভাগে পড়লে ২রাকাত  স্বাভাবিক ননিয়মে এবং শেষ ১ রাকাত দূআ কূনুত সহ পড়তে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ