ডিলেট হওয়া ফাইল সহজে recover করার app এর নাম অথবা লিংক চাই। undeleter দিয়ে কি ভাবে file recover করব।


Share with your friends
Call

আপনার মেমোরি থেকে ডিলেট হওয়া যেকোনো ধরনের ফাইল ফিরে পেতে নিচের সফ্টোয়ার গুলো ব্যবহার করতে পারেন।গুগলে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন। ★Recycle bin pro.apk ★dumpstar.apk ★Super Backup.apk

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

undeleter অ্যাপটি বেশ ভালো, 

ফাইল বা ডাটা রিকোভার করার জন্য,

তবে অ্যাপটি ব্যবহার করতে গেলে, 

আপনার মোবাইলটি রুটেড হতে হবে ।

তারপর অ্যাপটি ওপেন করুন, রুট পারমিশন

চাইবে, পারমিসন দেন। তারপর নিচের মতো

আসবে--

image


ফাইল রিকোভার করতে  উপরের টা

সিলেক্ট করুন, আর ডাটা রিকোভার

করতে নিচের টা সিলেক্ট করুন। 

তারপর নিচের মতো আসবে--

image


এবার সার্চ হতে থাকবে,

সার্চ হয়ে গেলে আপনি রিকোভার

করে নিতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App