TarikAziz

Call

দ্বাররক্ষীর ভূমিকায় বিভীষণকে দাঁড়িয়ে থাকতে দেখে ইন্দ্রজিৎ বুঝতে পারলেন কার সাহায্যে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে পেয়েছেন। নিজের খুল্লতাতকে এভাবে শত্রুর ভূমিকায় দেখে ইন্দ্রজিৎ বিষণ্ণ কন্ঠে বলেন যে, রাবণের সহোদর ও নিকষার পুএ বিভীষণের পক্ষে চিরশত্রু লক্ষণকে নিজের গৃহে প্রবেশের পথ দেখানো উচিত হয়নি। তিনি পিতৃব্যকে পথ ছেড়ে দিতে অনুরোধ করলেন। কারণ তিনি চান অস্ত্র এনে লক্ষণকে বধ করতে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ