Unknown

Call

না.......

বিশেষ কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে ইসলামি সিনেমা তৈরি করায় বাধা নেই:
১. মহানবী (স.) কে কোনো চরিত্রে রুপ দেয়া যাবেনা, অর্থাৎ সিনেমায় তার চরিত্রে কেউ অভিনয় করতে পারবেনা। তার কথাগুলো পরোক্ষ উক্তি হিসেবে উপস্থাপন করতে হবে।
২. কোনো হারাম বিষয় সংশ্লিষ্ট থাকতে পারবেনা। যেমন: গান-বাজনা, নৃত্য, নারী-পুরুষের বেপর্দা অভিনয় ইত্যাদি।
৩. সিনেমার উদ্দেশ্য হতে হবে ইসলামের বাণী বিনোদনের মাধ্যমে সবার নিকট পৌঁছে দেয়া।
৪. সিনেমায় এমন কিছু উপস্থাপন করা যাবেনা যা অসত্য কিংবা ইসলামী ধ্যানধারণা বহির্ভূত।
Talk Doctor Online in Bissoy App