হ্যালো,,ভাইয়েরা,, আমার কাছে শুধু মনিটর আছে,,Led,আমি ডেস্কটপ বানাবো,,,এখন কমদামে বাকি জিনিসগুলো কিনতে চাই,,নতুন,,,বাজেট কম,,,সবগুলো একসাথে,সর্বনিম্ন কত দিয়ে আর মোটামুটি কত দামে কিনতে পারি?// অভিজ্ঞ ভাইয়েরা জানান,,,সমস্যা নিয়েও বলতে পারেন,,, আর আসল কথা ভাই,,আমার প্রফেশনালি কোনো কাজের জন্য না,,,ইচ্ছা মতো নেট ইউজ আর মুভি দেখা,,আর ছবি প্রিন্ট করার মতো এই জন্য
শেয়ার করুন বন্ধুর সাথে
imranalone

Call

# Processor: Intel (R) Core(TM) i3 CPU 540 @ 3.07GHz 3.06GHZ # Hard Disk : 512 # Ram : 4 GB এটার দাম পড়বে ৯০০০ টাকার মত.. র তুমি চাইলে ৭৫০০ টাকার মাঝেও CPU বানাতে পার,কিন্তু এটার RAM কম হবে তাই গেম খেললে হ্যাং করতে পারে। তাই ৯০০০/১০০০০ টাকার মধ্যে CPU বানাও ভাল হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ