নিচের লিংকে গিয়ে "folder lock"  এপ্সটি ইন্সটল করে নিন। এর সাহায্যে আপনি যেকোন ফাইল হাইড করে রাখতে পারবেন।

ইন্সটল করার পর এপ্সটি ওপেন করবেন। তারপর আপনার ইচ্ছামত একটি পাসওয়াড় দিবেন। যেটি দিয়ে এপ্সটি আবার আনলক করবেন।

https://goo.gl/OojRBL

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

file hide expart অ্যাপটি ডাউনলোড করতে

পারেন, এটি ইনস্টল করে একটা পার্সওয়াড দিন।

image

তারপর

image

উপরের ডান কর্ণারের ফাইলের মতো লোগোতে

ক্লিক করে, মেমোরিতে যান, তারপর যে ভিডিওগুলি

হাইড করবেন, সেগুলি সিলেক্ট করুন, তারপর

 অ্যাপটির

হোম পেজে চলে আসবেন ডাইরেক্টরি, এবার

 ওই টিক

চিহ্ন গুলিতে ক্লিক করুন, তাহলেই ভিডিওগুলি

 হাইড

হয়ে যাবে, আবার আনহাইড করতে, আবার টিক

চিহ্ন তে ক্লিক করুন, তাহলেই আনহাইড

 হয়ে যাবে,

আর পাশের ক্রশ চিহ্নতে ক্লিক করলে, ভিডিওটি

এই লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে, আপনি

 ফোল্ডারও 

হাইড করে রাখতে পারবেন, মোমোরি কার্ডে যা 

আছে,  ইচ্ছে করলে সব হাইড করতে পারবেন।

নচের ফোল্ডারটি দেখুন অন্যরকম কালার, 

ওটা হাইড

করা আছে তাই ওরকম,। হাইড করার পর

 ওরকম হয়ে

যাবে। 

বুঝতে না পারলে মন্তব্য করবেন। 

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি file locker নামক এপসটি ব্যবহার করুন।।। এটায় প্লেয়ারতো দুরের কথা। অন্য কোন মোবাইলেও চলবে না আপনার ভিডিও।। তবে সেটা দিয়েও লক খুলতে হবে।

Talk Doctor Online in Bissoy App

image

Video Locker apps টি play store থেকে install করলে open করুন।  চিত্রের মতো আসলে Pin ও Recovery email  দিয়ে Confirm করুন।এরপর Add folder এ ক্লিক করে নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচের + বাটনে ক্লিক করে হাইড করার জন্য ভিডিও Add করুন।

Talk Doctor Online in Bissoy App