কি করে বেকup হচ্ছে না।একটু হেল্প করবেন???
Share with your friends

আপনি যখন ভুল পাসওয়ার্ড টি প্রবেশ করাবেন তখন দেখবেন যে লেখা আসবে ভুল পাসওয়ার্ড এবং দেখবেন যে পাসওয়ার্ড ইমেইলে পুনরায় পাঠান । আপনি সেখানে ক্লিক করবেন এবং সাথে সাথে একটা কোড চলে যাবে তারপর আপনার ইমেইল আইডি টা চেক করবেন মানে যে আইডি দিয়ে আপনি নিবন্ধন করেছেন । মেইলটিতে দেখবেন যে একটা কোড পাঠানো হয়েছে । bissoy এ দেখবেন যে ওই কোড টি দিতে বলছে আপনি ওই কোডটি এইখানে প্রবেশ করাবেন তার পর নতুন পাসওয়ার্ড দিয়ে আবার active হবেন।

  

Talk Doctor Online in Bissoy App