১ম প্রশ্ন - পারবেন,যদি আপনার একাডেমিক ক্যারিয়ারে 3rd class কোন রেজাল্টনা থাকে। ২য় প্রশ্ন - হতে পারবেন। সাম্প্রতিক সময়ে কুমিল্লার আওয়াল ভাই ডিগ্রি করে কেডার হয়েছেন

Talk Doctor Online in Bissoy App

বিসিএস দেওয়ার যোগ্যতা হচ্ছে*যেকোন সাবজেক্ট পড়ে বিসিএস দেওয়া যায়।চার বছর মেয়াদী ডিগ্রি কোর্স সমপন্ন করে সরাসরি বিসিএস দেওয়া যায়।আর তিন বছর মেয়াদী ডিগ্রি কোর্স সমপন্ন করে সাথে মার্স্টাস শেষ করে বিসিএস দেওয়া যায়।বিসিএসে রেজাল্টের যোগ্যতা ধরা হয়, সাধারণত একাডেমিক রেজাল্ট।একাডেমিক রেজাল্ট মূলত ধরা হয় এসএসসি, এইসএসসি আর অনার্স কোর্স , ডিগ্রি কোর্স, আর মার্স্টাস কোর্স।আর অনার্স পাশ থাকলে বিসিএস এর ক্ষেত্রে যেকোন তিনটি সার্ফিটিকের এর ক্ষেত্রে একটিতে থার্ড ক্লাস আর যেকোন দুটির ক্ষেত্রে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ থাকলে হবে।আর ডিগ্রি কোর্স পাশ করলে বিসিএর এর ক্ষেত্রে যেকোন চারটি সার্ফিটিকের এর ক্ষেত্রে একটি থার্ড ক্লাস বা তৃতীয় বিভাগ আর অন্য তিনটির এর ক্ষেত্রে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ থাকলে হবে।এসএসসি ও এইসএসসির ক্ষেত্রে ৫.০০ এর ক্ষেত্রে ৪.০০ পর্যন্ত প্রথম বিভাগ।৩.৯৯ থেকে ৩.০০ পর্যন্ত দ্বিতীয় বিভাগ।আর ২.৯৯ থেকে পাশ করা পর্যন্ত তৃতীয় বিভাগ। অনার্স, ডিগ্রি বা মার্স্টাস কোর্স এর ক্ষেত্রে ৪.০০ থেকে ৩.০০ পর্যন্ত প্রথম বিভাগ।২.৯৯ থেকে ২.২৫ পর্যন্ত দ্বিতীয় বিভাগ।আর ২.২৪ থেকে পাশ করা পর্যন্ত তৃতীয় বিভাগ।

Talk Doctor Online in Bissoy App